• মারধর করে গায়ে প্রস্রাব করার অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক যুবক
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • জমি নিয়ে পুরোনো বিবাদের জেরে এক যুবককে অপহরণের পরে বেদম মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক অঙ্কিত রাজ তিওয়ারি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অপহৃতের গায়ে তাঁরা প্রস্রাব করেন বলেও অভিযোগ। পরে তাঁকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে তাঁরা চলে যান। উত্তরপ্রদেশের খলিলাবাদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি বিজেপি বিধায়ক।

    পুলিশ জানিয়েছে, লখনউয়ের বাসিন্দা চন্দ্রশেখর কনৌজের মোহনলালগঞ্জে একটি জমি রয়েছে। বিধায়কের দাবি, ওই জমি তাঁর। এ নিয়ে চন্দ্রশেখর ও বিধায়কের পুরোনো গোলমাল ছিল। গত ২০ জানুয়ারি রাত ১১টা নাগাদ চন্দ্রশেখর বাড়ি ফিরছিলেন। সেই সময়ে দু'টি স্করপিও তাঁর পথ আটকায়। কয়েক জন গাড়ি থেকে নেমে তাঁকে জোর করে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।

    চন্দ্রশেখরের অভিযোগ, গোরক্ষপুরের একটি ইটভাটায় নিয়ে গিয়ে তাঁকে বেদম মারধর করা হয়। তাঁর আরও অভিযোগ, সেই সময়ে বিধায়ক তাঁর অনুগামীদের নির্দেশ দেন, চন্দ্রশেখরের গায়ে প্রস্রাব করতে।। চন্দ্রশেখরকে নগ্ন করে শ্রাবণ তিওয়ারি নামে এক যুবক তাঁর গায়ে প্রস্রাব করেন। গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন বিধায়ক নিজে। চন্দ্রশেখর এক সময়ে বিধায়কের সঙ্গেই কাজ করতেন। কিন্তু জমি নিয়ে বিবাদের জেরেই তাঁদের সম্পর্ক খারাপ হয়।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মারের চোটে জ্ঞান হারান চন্দ্রশেখর। তাঁকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় বিধায়কের দলবল। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বিধায়কের বিরুদ্ধে খলিলাবাদের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রশেখরের দাদা ইন্দ্রশেখর কনৌজ।

    গোরক্ষপুরের পুলিশ সুপার সুশীল কুমার সিং বলেন, ‘জমি বিবাদ এবং মারধরের একটি অভিযোগ জমা পড়েছে। তাতে একজন জনপ্রতিনিধির নাম উঠে এসেছে। সিটি সার্কল অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)