• আসানসোলে শুট আউট, এলোপাথাড়ি গুলিতে নিহত ব্যবসায়ী
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • আসানসোলের হীরাপুর থানার করিমডাঙা এলাকায় শনিবার সকালে শুট আউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু শেখ সইফুদ্দিন (৪৫) নামে ব্যবসায়ীর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বাহিনী।

    এ দিন সকালে সইফুদ্দিন স্থানীয় মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ে বাইক আরোহী দুই যুবক তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পালানোর সময়ে পিস্তলটিও রাস্তায় পড়ে যায়। গুলির শব্দ শুনতে পেয়ে দৌড়ে যান স্থানীয়রা। তাঁরাই সইফুদ্দিনকে উদ্ধার করে নিয়ে যান আসানসোল জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল কর্ডন করা হয়। ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত। তিনি জানান, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে এই হামলা? তা খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সইফুদ্দিনের হার্ডওয়ারের দোকান ছিল। তিনি একসময় সিপিএম-এর সক্রিয় কর্মী ছিলেন। আপাতত কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

    ব্যবসায়িক শত্রুতার কারণেই কি এই খুন? উঠছে প্রশ্ন। স্থানীয় এক বাসিন্দা মীর আহমেদ খান বলেন, ‘সইফুদ্দিন খুব ভালো মানুষ। কী কারণে কেউ তাঁকে খুন করার চেষ্টা করল, তা বুঝতে পারছি না।’

  • Link to this news (এই সময়)