• আমবাগান থেকে উদ্ধার জোড়া দেহ, আত্মহত্যা না খুন? স্বরূপনগরের ঘটনায় প্রবল চাঞ্চল্য
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • দুই বন্ধুর দেহ উদ্ধারের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দত্তপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রাকিবুল মণ্ডল এবং রাজ ভদ্র। জানা গিয়েছে রাকিবুল এবং রাজ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় এক স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল রাকিবুল।

    স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন রাকিবুল এবং রাজ। এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল পরিবারের সদস্যদের তরফে। পরিবারের তরফে, রাতভর খোঁজাখুঁজি করা হলেও দুই যুবকের কোনও খোঁজ মেলেনি। শনিবার সকালে দত্তপাড়া এলাকার একটি আমবাগান থেকে দুই যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। তাঁরাই স্বরূপনগর থানায় খবর দেন। পুলিশ এসে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য ঘনিয়েছে। পরিবারের দাবি, দুই যুবকের পরিবারের মধ্যে কোনও অশান্তি ছিল না। নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। সত্যিই আত্মহত্যা নাকি খুন করা হয়েছে দুই যুবককে তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

  • Link to this news (এই সময়)