স্বামী নিয়মিত মদ্যপান করতেন। বহুবার নিষেধ করেও লাভ হয়নি। স্বামীর মদ্যপান বন্ধ করতে তাঁকে খাটে বেঁধে রাখার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। আরও অভিযোগ, স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকিও দিয়েছেন স্ত্রী। উত্তরপ্রদেশের আলিগড়ের হামিদপুর গ্রামের ঘটনা। সমাজমাধ্যমে ছড়িয়েছে সেই ঘটনার ভিডিয়ো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রদীপ। নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল তাঁর। এই নিয়ে স্ত্রী সোনির সঙ্গে নিয়মিত অশান্তিও হতো তাঁর। কিন্তু কোনওভাবেই স্বামীর নেশা ছাড়াতে পারছিলেন না স্ত্রী। শেষে বাড়িতে খাটের সঙ্গে বেঁধে রাখেন স্বামীকে। তাঁর মাথায় দেশি পিস্তল ঠেকিয়ে প্রাণে মারার হুমকিও দেন সোনি।
বউমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রদীপের মা সুমন। পুলিশকে তিনি জানিয়েছেন, সোনির কাছে একটি বন্দুক রয়েছে। ঝগড়ার সময়ে সেই বন্দুক দেখিয়ে তাঁর ছেলেকে ভয় দেখিয়েছেন সোনি। তাঁর আরও অভিযোগ, ছেলেকে একাধিক বার মারধর এবং ভয় দেখিয়েছেন তাঁর পুত্রবধূ। যদিও, অনেক খোঁজাখুঁজি করলেও সেই বন্দুকটি খুঁজে পাননি সুমন।
আলিগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়ো এবং যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। সোনির কাছে সত্যিই পিস্তল রয়েছে কি না এবং কোথা থেকে সেই পিস্তল তাঁর কাছে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।