জামাইয়ের বাড়িতে নাতিকে দেখতে গিয়ে গুলিবিদ্ধ এক বৃদ্ধা। শুক্রবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার গীতলদহ-১ গ্রাম পঞ্চায়েতের রতিনন্দন এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন মর্জিনা বিবি। তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। কে বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ল? কী উদ্দেশ্য ছিল তাঁদের? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
সূত্রের খবর, মর্জিনা বিবি ওকড়াবাড়ির বাসিন্দা। নাতির অসুস্থতার খবর পেয়ে শুক্রবার তিনি মেয়ের বাড়িতে এসেছিলেন। রাতে খাওয়াদাওয়ার পরে জামাইয়ের বাড়িতেই একটি ঘরে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। রাত দু'টো নাগাদ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় মার্জিনা বিবির। তাঁর ডান হাত আঘাত লেগেছে, তা বুঝতে পারেন তিনি। হাতটি থেকে রক্ত পড়ছিল।
গুলিটি বাড়ির টিনের দেওয়াল ফুটো করে ঘরের মধ্যে ঢোকে। পরিবারের সদস্যদের দাবি, হয়তো গুলিটির নিশানায় ছিল অন্যকেউ এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মর্জিনাকে লাগে। অথবা মর্জিনাকেই টার্গেট করার চেষ্টা করা হয়েছিল, এই সম্ভাবনার কথাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। আপাতত এই বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে যায়।