আজকাল ওয়েবডেক্স: মাঠের মাঝখানে একটি বাগানের আমগাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্বরূপনগরে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া ফাঁকা মাঠে।
জানা যায়, স্বরূপনগর এলাকার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের একাদশ শ্রেণির ছাত্র বছর সতেরোর রাকিবুল মন্ডল এবং বছর বাইশের দত্তপাড়ার রাজ ভদ্র দু'জনেই সরস্বতী পুজোর দিন সকাল থেকে নিখোঁজ ছিল।
শনিবার সকালবেলা চাষীরা মাঠে এসে দেখতে পায় মাঠের মাঝখানে একটি বাগানের আমগাছে দু'জনের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে স্বরূপনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়ে দেয়।
ঘটনাস্থল থেকে একটি সাইকেল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কী কারণে আত্মহত্যা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এটি আত্মহত্যা নাকি ত্রিকোণ প্রেমের গল্প! কিংবা এর পেছনে জড়িয়ে আছে বাবা-মার বকুনি! না অন্য কোনও গন্ডগোলের পরিপ্রেক্ষিতে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছুই তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্যস সরস্বতী পুজোর পরের দিন জগদ্দলে যুবকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
দুষ্কৃতীদের খোঁজে এলাকা জুড়ে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পানি টাঙ্কি মোড় এলাকার বাসিন্দা মহম্মদ ইস্তক (২৯) নামে এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় শুক্রবার।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইস্তককে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্তক মানসিক ভারসাম্যহীন ছিল। এলাকায় এখানে সেখানে ঘোরাফেরা করত।
কিন্তু কীভাবে ওই যুবকের দেহ জগদ্দলে মিলল সেই বিষয়ে স্থানীয়রা কিছু বুঝতে পারছেন না। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ।
পুলিশ পিটিয়ে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন ইস্তক। অন্যান্য দিনের মত শুক্রবার সকালেও তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন।
ঘুরতে ঘুরতে যুবক চলে যান জগদ্দলে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর আচরণে কিছুটা অসঙ্গতি ছিল। ওই এলাকা থেকেই ওই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।