• BJP-র সভাপতি হয়েই পয়লা টার্গেট বাংলা, কবে-কোন জেলায় নিতিন নবীন?
    আজ তক | ২৪ জানুয়ারি ২০২৬
  • জাতীয় সভাপতি পদে বসেই সংগঠন চাঙ্গা করতে তৎপর বিজেপির নতুন সভাপতি। দায়িত্ব নেওয়ার পর প্রথম রাজ্য সফরের জন্য ভোটমুখী পশ্চিমবঙ্গকেই বেছে নিলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি, দু’দিনের সফরে তিনি রাজ্যে আসছেন। দলীয় সূত্রে খবর, সংগঠন মজবুত করা এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগই এই সফরের মূল লক্ষ্য।

    দু’দিনের সফরসূচি
    সূচি অনুযায়ী, ২৭ জানুয়ারি বিকেল চারটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছনোর কথা নিতিন নবীনের। সেখান থেকে তিনি সরাসরি দুর্গাপুরে যাবেন। সন্ধে সাড়ে ছ’টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আয়োজিত ‘কমল মেলা’-য় উপস্থিত থাকবেন তিনি। ওই দিন রাতেই দুর্গাপুরের একটি হোটেলে বিজেপির রাজ্য কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন নিতিন নবীন। বৈঠকে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    জানা যাচ্ছে, ২৮ জানুয়ারি সকালে দুর্গাপুরের ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন বিজেপি সভাপতি। এরপর সকাল সাড়ে দশটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত দুর্গাপুর পূর্বের চিত্রালয় মেলা ময়দানে বর্ধমান বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সম্মেলনে বর্ধমান বিভাগের বিভিন্ন জেলার বিজেপি কর্মী ও নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিনিময় হওয়ার কথা।

    দুপুরের পর নিতিন নবীন যাবেন আসানসোল সাংগঠনিক জেলায়। দুপুর আড়াইটা থেকে পৌনে চারটে পর্যন্ত রানিগঞ্জে আসানসোল জেলা কার্যকর্তা বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয় স্তরের সংগঠন, কর্মসূচি এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রের খবর।

    কেন গুরুত্বপূর্ণ এই সফর
    দু’দিনের সফর শেষে ২৮ জানুয়ারিই অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা বিজেপি সভাপতির। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল সরকারের পনেরো বছরের শাসনকালকে নিশানা করে সংগঠনকে আরও সক্রিয় করা এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাতেই নিতিন নবীনের এই ব্যস্ত সফরসূচি।

     
  • Link to this news (আজ তক)