'ঘোড়া থেকে নেমে চড় মারতেন নেতাজি', মমতার SIR-মন্তব্যে পাল্টা সুকান্ত
আজ তক | ২৪ জানুয়ারি ২০২৬
'ঘুগনিকন্যা' থেকে নেতাজি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চড় মারতেন। মমতাকে এমনই সব মন্তব্য করে নিশানা কেন্দ্রীয় নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদারের। শনিবার মাটিগাড়ায় সভা করেন সুকান্ত।
রাজ্যে SIR নিয়ে দিন দিন বাড়ছে রাজনৈতিক তরজা। নেতাজির জন্মদিনেও SIR ইস্যু তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলেন, 'নেতাজি বেঁচে থাকলে তাঁকেও হিয়ারিংয়ে ডাকা হত?' এরই পাল্টা সুকান্তের মন্তব্য, "নেতাজির সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাগ্য ভাল এখন নেতাজি বেঁচে নেই, নাহলে ঘোড়া থেকে নামতেন, ঠাটিয়ে একটা চড় মারতেন।"
সুকান্ত আরও বলেন, "কাল নেতাজির জন্মদিন ছিল। নেতাজির মূর্তির সামনে মিথ্যে বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় SIR হচ্ছে, কোথাও কোনও ঝামেলা নেই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ঝামেলা পাকানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার সঙ্গে অন্যরকম আচরণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রমাণ দিয়ে প্রমাণ করুক যে বাংলা ও উত্তরপ্রদেশের জন্য SIR আলাদা নিয়ম করেছে। এখানে তো ৫৮ লক্ষ নাম কাটা গেছে, উত্তরপ্রদেশে ২ কোটি। একই নিয়মে উত্তরপ্রদেশে নাম কাটা গেছে। মারা গেলে নাম কাটা যাবেই।"
প্রসঙ্গত, এই তরজা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR ইস্যুতে মমতার নাম জড়ানোয়। ২৩ জানুয়ারি রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯-তম জন্মবার্ষিকী উদযাপন হয়। শ্রদ্ধার্ঘ মঞ্চ থেকে মমতা বাংলার অস্মিতা, বাংলা ভাষা, বাংলার মনীষীদের অপমান করা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন মমতা।
SIR প্রসঙ্গ টেনে মমতা বলেন, "ভারতবর্ষের ইতিহাস গুলিয়ে ফেলা হচ্ছে। গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, বল্লভ ভাই প্যাটেল, রাজেন্দ্রনাথ প্রসাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর... সকলের স্বপ্ন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাঁকে হিয়ারিংয়ে ডাকা হত? নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাঁকেও ডাকা হত যে তিনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো ডেকেছে। ১ লক্ষ ৩৮ হাজার মানুষকে ডেকেছে। তার আগে ৫৮ লক্ষ বাদ দিয়েছে। মোট সংখ্যা ২ কোটি। ৭ কোটির মধ্যে ২ কোটি মানুষ বাদ চলে গেলে কত মানুষ তার অধিকার হারায়? SIR-এ ১১০ জনের বেশি মানুষ মারা গেছে। রোজ কত মানুষ আত্মহত্যা করছে। কেন এর বিরুদ্ধে কেস হবে না? পার্টির নাম নাই বা বললাম। আরও ৪০-৪৫ জন হাসপাতালে লড়াই করছে।" এরই পাল্টা দিলেন সুকান্ত।