টিনের বেড়া ফুটো করে ঘুমন্ত বৃদ্ধাকে গুলি, দিনহাটায় রহস্য
আজ তক | ২৪ জানুয়ারি ২০২৬
Cooch Behar Firing Incident: ফের আতঙ্কে কোচবিহারের দিনহাটা। জামাইবাড়িতে নাতিকে দেখতে এসে দুষ্কৃতীদের গুলিতে বিদ্ধ হলেন এক বৃদ্ধা। শুক্রবার গভীর রাতে দিনহাটার গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের রতিনন্দন এলাকায় এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধার নাম মর্জিনা বিবি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওকড়াবাড়ির বাসিন্দা মর্জিনা বিবি অসুস্থ নাতিকে দেখতে শুক্রবার মেয়ের বাড়িতে এসেছিলেন। রাতের খাওয়া-দাওয়া সেরে মেয়ের শাশুড়ির সঙ্গে একটি ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ রাত প্রায় দু’টো নাগাদ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই তিনি বুঝতে পারেন, ডান হাতে তীব্র যন্ত্রণা এবং শরীর থেকে রক্ত বেরোচ্ছে।
গুলির শব্দ ও বৃদ্ধার চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের অন্য সদস্যদের। তাঁরা দেখেন, ঘরের টিনের বেড়া ফুটো করে গুলি ঢুকে মর্জিনা বিবির হাতে লেগেছে। পরিবারের দাবি, বাইরে থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। যদিও এটি লক্ষ্যভ্রষ্ট গুলি নাকি নির্দিষ্টভাবে তাঁকেই নিশানা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
মধ্যরাতে এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পিছনে কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না, নাকি এটি নিছকই স্ট্রে বুলেটের ঘটনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের খোঁজ চলছে। এই ঘটনার পর গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠেছে।