পেট্রল ঢেলে মারার চেষ্টা, ওন্দার সেই BJP নেতার বাড়ি তৈরির টাকা দিলেন শুভেন্দু
আজ তক | ২৪ জানুয়ারি ২০২৬
'পশ্চিমবঙ্গে থাকলে BJP করা যাবে না। শুধু তৃণমূল করতে হবে।' বাঁকুড়ার ওন্দায় হামলার শিকার হওয়া BJP নেতার সঙ্গে দেখা করতে গিয়ে এমনটাই বললেন শুভেন্দু দলনেতা। সম্প্রতি তাপস বারিক নামে এক স্থানীয়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পেট্রল ঢেলে তাঁর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার খবর আলোড়ন ফেলে দেয় বাঁকুড়ায়। তাঁদের অভিযোগ, তাপস ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তৃণমূল। যদিও এই দাবি অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমনটা হয়েছে বলে মত তৃণমূলের।
এখনও কোনও পুলিশি পদক্ষেপ না হওয়ায় শনিবার বাঁকুড়ার ওন্দায় পৌঁছে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পুলিশ জামাতে পরিণত হয়েছে। এখানে কেউ BJP করতে পারবে না, সবাইকে তৃণমূল করতে হবে।' BJP-র পক্ষ থেকে তাপস বারিককে বাড়ি ও দোকান ঘর পুনর্গঠন করার জন্য অর্থ সাহায্য করা হয়েছে। একইসঙ্গে দোকানটি কতটা ক্ষতগ্রস্থ হয়েছে, তা খতিয়ে দেখে পুনরায় ব্যবসা শুরু করার জন্যও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, 'আইনি পদক্ষেপ তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে, সেটা আমরা করছি। অর্থ সাহায্য করছি। BJP করতে গিয়ে যদি এই পরিবারের এমন দশা হয় তবে BJP-ই তাদের পাশে থাকবে। অস্থায়ী থাকার বন্দোবস্তও করা হয়েছে।'
তাপসের বাড়ি ওন্দা থানার নন্দনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার রাত ৯টা নাগাদ স্থানীয় নাকাইজুড়ি এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরেন BJP-র সোশ্যাল সেলের নেতা তাপস বারিক। তাপসের দাবি, গভীর রাতে কোনও শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তখনই লক্ষ্য করেন তাঁর বাড়ির খড়ের চালে পেট্রল ঢেলে কয়েক জন দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছে। ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকে দেয় দুষ্কৃতীরা।
বাড়ির দরজা ভেঙে তাপস এবং তাঁর পরিবারকে উদ্ধার করেন গ্রামবাসীরা।