• বেপরোয়া গাড়ি ঢুকল রেড রোডের কুচকাওয়াচে, ফিরল ২০১৬-এর সেনা মৃত্যুর স্মৃতি
    আজ তক | ২৪ জানুয়ারি ২০২৬
  • শনিবারের সকাল। রেড রোডে তখন চলছে কুচকাওয়াচের মহড়া। আর এমন সময় সেখানে গার্ডরেল ভেঙে ঢুকে পড়ল একটি বেপোরোয়া দামি গাড়ি। আর এই ঘটনাই ২০১৬ সালের রেড রোড দুর্ঘটনার স্মৃতি ফেরাল। সেই দুর্ঘটনাতে বেপোরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বায়ুসেনা অফিসারের।

    কী জানা যাচ্ছে? 
    ২৬ তারিখ সারা দেশে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবস। আর সেই কারণেই রেড রোডে চলছিল কুচকাওয়াচের মহড়া। আর সূত্রের খবর, সেই সময়ই রেড রোড থেকে পার্ক স্ট্রিটের দিকে ছুটে যায় একটি বিলাসবহুল গাড়ি। সেই সময় গাড়িটা থামানোর চেষ্টা করে পুলিশ। আর পুলিশ বাধা দিলে গাড়ির গতি বাড়িয়ে নেন চালক। তিনি পালানোর চেষ্টা করেন। এই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। তখন গাড়িটি গিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে গার্ডরেলে। 

    দুর্ঘটনায় কী ক্ষতি? 
    পুলিশের সূত্রে জানা গিয়েছে যে এই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। শুধু গাড়িটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিলাসবহুল গাড়ির বাঁদিকের অংশে বিরাট ক্ষতি হয়েছে বলে খবর।

    আটক করা হয়েছে চালককে
    দুর্ঘটনার পরই সেখানে দ্রুত পৌঁছে যায় পুলিশ। তাঁরা ড্রাইভারকে আটক করে। এছাড়া গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।  

    পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করার পরই গাড়ির কাগজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে তাঁরা দেখতে পান যে গাড়িটির ইনস্যুরেন্স ফেল রয়েছে। পাশাপাশি পলিউশনও নেই। অর্থাৎ ছিল না কোনও বৈধ কাগজ। 

    তাই পুলিশের অনেকেই মনে করছেন, বৈধ কাগজ না থাকার কারণেই পালানোর চেষ্টা করে চালক। তারপর গিয়ে ধাক্কা মারে গার্ডরেলে। 

    উঠে এল ২০১৬ সালের ভয়ঙ্কর দুর্ঘটনা
    এই দুর্ঘটনার পর আরও একবার স্মৃতিতে টাটকা হয়ে এল রেড রোড। সেই বার কুচকাওয়াচের সময়ই বায়ুসেনা অফিসার অভিমন্যু গৌড়েকে ধাক্কা মারে একটা বিলাসবহুল গাড়ি। তাতে প্রাণ হারান তিনি। আর সেই ঘটনার ঠিক ১০ বছর পর আবারও সেই একই ঘটনা ঘটল রেড রোডে। এখন দেখার পুলিশ ড্রাইভারের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেয়!

     
  • Link to this news (আজ তক)