• আজ কলকাতার তাপমাত্রা কত? জানুন আপডেট
    বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
  • কলকাতা, ২৪ জানুয়ারি: সূর্যের অবস্থানগত পরিবর্তনের জেরে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। সূর্য এখন উত্তর গোলার্ধের দিকে সরে আসছে। তাই রোদ চড়া হচ্ছে আস্তে আস্তে। যদিও শীতের বিদায় ঘণ্টা এখনই বাজাতে রাজি নন আবহাওয়াবিদরা। আজ, শনিবার স্বাভাবিকের ঘরে কলকাতার স্বাভাবিক তাপমাত্রা। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কম।আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৫.৬ ডিগ্রি।আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনদুয়েকের মধ্যে পশ্চিমি ঝঞ্ঝা ফের আসছে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। কলকাতায় ২৬ জানুয়ারি নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১০ ডিগ্রির নীচে থাকবে না। আর আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। 
  • Link to this news (বর্তমান)