একই গাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন? চাঞ্চল্য স্বরূপনগরে
বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরস্বতী পুজোর দিন সকালে দুই বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পরে হঠাৎ তাঁরা নিখোঁজ হয়ে যান। ফলে উদ্বেগের মাঝে ছিলেন দুই পরিবারের লোকজন। শনিবার সকালে লোকালয় থেকে কিছুটা দূরে মাঠের মাঝে একটি আমগাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত উদ্ধার করলেন কৃষকরা। যার জেরে চাঞ্চল্য ছড়াল বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রামে।মৃত দু’জনের নাম রাকিবুল মণ্ডল এবং রাজ ভদ্র। বছর ১৭ বয়সি রাকিবুল একাদশ শ্রেণিতে পড়ে। অন্যদিকে, রাজের বয়স ২২ বছর। দু’জনেরই বাড়ি গোবিন্দপুর গ্রামে। গতকাল থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে গ্রামেরই দত্তপাড়া এলাকায় একটি মাঠের মাঝের বাগানের আমগাছ থেকে দুই বন্ধুর দেহ ঝুলতে দেখা যায়। প্রথমে কৃষকরাই তা দেখতে পান। তাঁরা খবর দেন গ্রামে। সেখান থেকে খবর যায় পুলিশে। স্বরূপনগর থানার পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।দুই বন্ধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। অনেকের বক্তব্য, খুন করে দুই বন্ধুকে গাছে ঝুলিয়ে দিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। আবার এই মৃত্যুর পিছনে ত্রিকোণ প্রেমের গন্ধ পাচ্ছেন অনেকে। তার জেরেই কি আত্মহত্যা? সমস্ত সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁরা।