• প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় বেপরোয়া গাড়ির ধাক্কা
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জানুয়ারি ২০২৬
  • শনিবার ঘড়ির কাঁটায় সকাল সাড়ে সাতটা হবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় আচমকাই কালো রঙের অক্টাভিয়া গাড়িটি ওই কুচকাওয়াজের মহড়ার দিকে ধেয়ে আসে। তবে গার্ডরেলে ধাক্কা দিয়ে থেমে যায় গাড়িটি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে ৩-৪ জন কমবয়সি ছেলেমেয়ে ছিলেন। গাড়ির গতিও ছিল অনেক বেশি।

    জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত হওয়া গাড়িটির বিমা এবং দূষণের শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বৈধ নথি ছাড়াই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। গাড়ির নথিপত্র ছিল না বলেই কি চালক পালানোর চেষ্টা করেন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

    উল্লেখ্য, ২০১৬ সালে ১৩ জানুয়ারি ঠিক একই রকম ঘটনার সাক্ষী ছিল কলকাতা। ঘটনাস্থল রেড রোড। সেই সময়েও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহড়ার মাঝে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল একটি বেপরোয়া গাড়ি। সেই গাড়ির ধাক্কার মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার অফিসার অভিমন্যু গৌড়ের। তৃণমূল নেতা তথা প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের পুত্র আম্বিয়া এবং সাম্বিয়া সোহরাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)