• কাঠুয়ার গ্রামে সন্দেহজনক ব্যক্তির খোঁজ পেতেই হাই অ্যালার্ট জারি করে তল্লাশি সেনার
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকায় ঘোরাঘুরি করছে সন্দেহজনক এক ব্যক্তি। গ্রামের বাসিন্দাদের কাছে এই তথ্য পাওয়ার পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা এবং পুলিশ। ওই এলাকায় হাই অ্যালার্ট জারি করাও হয়েছে।

    জম্মু-কাশ্মীরে ফের নাশকতার পরিকল্পনা করেছে জঙ্গিরা বলে গোয়েন্দা সূত্রে খবর। সেখানে সীমান্ত পার হয়ে, একাধিক জায়গায় ঘাঁটি গেড়েছে জঙ্গিরা বলেও খবর। জৈশ-ই-মহম্মদের সদস্যরা জম্মু-কাশ্মীরে লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরেই তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। দিন কয়েক আগেই জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের চাত্রুর কাছে গভীর জঙ্গলে ওই জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পেয়ে অভিযান চালায় সেনা। 

    শুক্রবারই কাঠুয়া জেলার বিলাওয়ারের পারহেটার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক জৈশ-ই-মহম্মদ সদস্য। উসমান নামের ওই জঙ্গি  জৈশ-ই-মহম্মদের এক জন কম্যান্ডার।

    সেনা এবং পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে এক জনের দেহ উদ্ধার হলেও ওই এলাকায় একাধিক জঙ্গি সদস্য ছিল। গুলির লড়াইয়ের সময়ে তারা গা-ঢাকা দিয়ে থাকতে পারে বলে জানার পরেই এলাকাজুড়ে তল্লাশি চলছে।

    আর শনিবার সকালেই কাঠুয়ার তেড় বিন্দার এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

    জম্মু-সাম্বা-কাঠুয়া রেঞ্জের ডিআইজি শিব কুমার শর্মা জানিয়ছেন, ওই তথ্য পাওয়ার পরেই পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ‘প্রজাতন্ত্র দিবসের আগেই জম্মু-কাশ্মীরে জঙ্গি এবং দেশবিরোধীরা নাশকতা করার পরিকল্পনা করেছে বলে আমরা একাধিক গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি। তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করতে আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

    পুলিশ সূত্রে খবর, যে এলাকায় ওই সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গিয়েছিল, নিরাপত্তা রক্ষীরা সেখানে পৌঁছনোর আগে সে সেখান থেকে সরে গিয়েছে। তবে অন্য কোথাও যাতে ওই সন্দেহভাজন ব্যক্তি পালাতে না পারে সেই জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ওই এলাকা সিল করে দেওয়া হয়েছে বলেও দাবি পুলিশ আধিকারিকদের। পাশাপাশি এই নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় কাউকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখলেই পুলিশের কাছে জানানোর জন্য বলা হয়েছে তাঁদের।

  • Link to this news (এই সময়)