• হাসপাতালের ভিতরে ভয়াবহ দৃশ্য, সদ্যোজাতর মাথা মুখে ঘুরছে কুকুর!
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • সদ্যোজাতর মাথা নিয়ে ঘুরছে কুকুর, শিউরে ওঠার মতো দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে। শনিবারের এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, কুকুর মুখে করে একটি শিশুর মাথা নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে সেখানে উপস্থিত রোগীর আত্মীয়রা চিৎকার করতে থাকেন। ভয় পেয়ে সেটি ফেলে পালায় কুকুরটি। রোগীর আত্মীয়দের দাবি, এত বড় হাসপাতালে কী ভাবে এই দৃশ্য নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে গেল? সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

    ধূপগুড়ি থেকে হাসপাতালে এসেছিলেন রমা রায়। তিনিই প্রথম এই দৃশ্য দেখতে পান। রমা বলেন, ‘আমার বাচ্চা চিপস খাবে বলে বাইরে যাচ্ছিলাম। একেবারে গেটের সামনে হঠাৎ দেখি একটা কুকুর, মুখে পোঁটলার মতো কী একটা নিয়ে যাচ্ছে। এগিয়ে দেখি একটা বাচ্চার মাথা। একদিন বয়স হবে। গার্ডকে ডাকি, আরও কয়েক জন এগিয়ে আসেন। সকলে মিলে কুকুরটার পিছনে তাড়া করি। এর পরেই কুকুর ওই মাথা ফেলে পালায়।’

    প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরটি মাদার অ্যান্ড চাইল্ড হাবের লেবার ওয়ার্ডের পেছন দিক থেকে আসে। ঘটনার খবর ছড়াতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে লোক পঠিয়ে শিশুর মাথা উদ্ধার করে নিয়ে যায়।

    এ বিষয়ে মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মৃত অবস্থায় জন্মানো শিশুদের দেহ সাধারণত পরিবারের হাতেই তুলে দেওয়া হয়। আর যারা নেয় না, সেই দেহ মর্গে পাঠানো হয়। ফলে হাসপাতাল থেকে এ ভাবে শিশুর দেহাংশ বের হওয়ার কথা নয়। তবে যে হেতু হাসপাতাল চত্বরেই এ দৃশ্য দেখা গিয়েছে বলে অভিযোগ উঠছে, এটা নিয়ে তদন্ত করা হবে। পাশাপাশি পুলিশ পৃথক করে তদন্ত করবে।’

  • Link to this news (এই সময়)