• পায়ে সমস্যা, হাতে ভর দিয়েই হিয়ারিং কেন্দ্রে এলেন মহিলা
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • SIR-শুনানিতে হাজির বিশেষ ভাবে সক্ষম এক মহিলা। পায়ের সমস্যা। হাতে ভর দিয়েই চলাফেরা করেন। শনিবার মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিস চত্বরেও এলেন সেই হাতে ভর দিয়েই। নির্বাচন কমিশন তো বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের কথা বলেছে। কেন এই ধরনের নাগরিকরা সেই সুযোগ পাচ্ছেন না? প্রশ্ন উঠছে, জবাব অধরাই।

    ফরাক্কা থানার শিবনগর এলাকার ৩৪ বছর বয়সি ওই মহিলার নাম মনিরা খাতুন। শনিবার সকালে দেখা যায়, তিনি বিডিও অফিসে ঢুকছেন হাতে ভর দিয়ে। হাতে আবার চটি গলানো, যাতে চলায় প্রতিবন্ধকতা না আসে। কারণ, হাতই তাঁর চলার সম্বল। সেই হাতে যদি লেগে যায়, কিছু ফুটে যায়, তা হলে যে বিপদ আরও বাড়বে। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সেখানে হিয়ারিংয়ে আসা অন্যরা। কিন্তু একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, এতটা কঠিন পরিস্থিতি কেন হলো? কেন এ ভাবে এত কষ্ট করে মনিরাকে বিডিও অফিসে আসতে হলো?

    এ দিন ফরাক্কা বিডিও অফিসে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে বলে খবর। বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সমস্যায় পড়েছেন। যাঁরা শুনানিতে এসেছেন, তাঁদের সমস্যাগুলি খতিয়ে দেখতে ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম বিডিও অফিসের শুনানি কেন্দ্রে এসেছিলেন।

    বিধায়ক বলেন, ‘যাঁরা বিশেষ ভাবে সক্ষম, তাঁদের বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করা উচিত ছিল প্রশাসনের। তাঁরা বিকল্প ব্যবস্থা রাখবেন না কেন? অথচ এ নিয়ে যদি আমি প্রশ্ন তুলি, আমি খারাপ হয়ে যাব।’ যদিও এ নিয়ে প্রশাসনের তরফে বা ওই মহিলার BLO-র তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)