আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যোজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরছে পথ পুকুর। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। শনিবার বিকেলে মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভিতর থেকে একটি কুকুরকে সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়রা। ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে।
তখনই হাসপাতালে অপেক্ষমান রোগীর পরিবারের সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে।
হাসপাতালে উপস্থিত এক রোগীর আত্মীয় জানিয়েছেন, তিনি প্রথম হাসপাতাল চত্বরে কুকুরটিকে একটি প্যাকেট জাতীয় কিছু নিয়ে যেতে দেখেন। বিষয়টি দেখতেই তিনি আশেপাশের লোকজনকে ডাকার চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে আসেন ঘটনার চাক্ষুস করতে।
খবর পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে উত্তেজনা দেখা দেয়।
যদিও কলেজ কর্তৃপক্ষর দাবি, এটি মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের কোনও শিশুর মাথা নয়। বাইরে থেকে পথ কুকুর হয়ত শিশুর মাথাটি নিয়ে এসেছে। পুলিশের পাশাপাশি মেডিক্যাল কলেজ ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে।
কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ কল্যাণ খান বলেন, পুলিশ বিষয়টি দেখছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে।