• শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পথচলা শুরু হল শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের। আজ শনিবারেই অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হল বাংলা থেকে। এদিন রেলের তরফে ঘোষণা করা হয়েছে, আজ থেকে রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২২৫৮৭) শিয়ালদহ স্টেশন থেকে তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল। এই প্রথমবারের মতো অমৃত ভারত শ্রেণির কোনও ট্রেন সরাসরি যুক্ত করল দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী—শিয়ালদহ ও বারাণসীকে। 

    রেলের তরফে আরও জানানো হয়েছে, এই যাত্রা যাত্রীদের জন্য এক অনন্য ও অভূতপূর্ব অভিজ্ঞতা হতে চলেছে। যেখানে দুই শহরের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে আধুনিক রেল প্রযুক্তির ছোঁয়া। এই ট্রেনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক প্রযুক্তি—উভয় প্রান্তে ইঞ্জিন সংযোজন, যা ট্রেনটিকে আরও দ্রুতগামী করার পাশাপাশি যাত্রাকে করেছে আরও মসৃণ ও ঝাঁকুনিমুক্ত করেছে। আধুনিক রেল যাত্রায় এটি এক পথপ্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করেছে। 

    কবে চলাচল করবে এই ট্রেন? 

    রেলের তরফে জানা গেছে, শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (নং ২২৫৮৭) প্রতি সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭:৩০ টায় শিয়ালদহ থেকে যাত্রা করবে। 

    ট্রেনটি প্রথম প্রধান স্টেশন দুর্গাপুরে পৌঁছবে ৯:১৯ টায় এবং ছাড়বে ৯:২১ টায়। এরপর আসানসোল জংশনে পৌঁছবে ৯:৪২ টায় ও ছাড়বে ৯:৪৫ টায়, মধুপুর জংশনে পৌঁছবে ১০:৩৫ টায় ও ছাড়বে ১০:৩৭ টায় এবং জসিডিহ জংশনে পৌঁছবে ১০:৫৬ টায় ও ছাড়বে ১০:৫৮ টায়। 

    পরদিন ভোরে ট্রেনটি পাটনা জংশনে পৌঁছবে ভোররাত ২:৪৩ টায় ও ছাড়বে ২:৫০ টায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছবে ভোর ৬:১০ টায় ও ছাড়বে ৬:১৫ টায় এবং সকাল ৭:২০ টায় বারাণসী স্টেশনে পৌঁছবে। 

    অপরদিকে, ২২৫৮৮ নম্বর বারাণসী–শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সপ্তাহে তিন দিন—শুক্রবার, রবিবার ও মঙ্গলবার রাত ১০:১০ টায় বারাণসী থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯:৫৫ টায় শিয়ালদহে পৌঁছবে।

    এই ট্রেনটির মোট কোচ সংখ্যা ১৮টি। এর মধ্যে রয়েছে ৮টি স্লিপার ক্লাস কোচ, ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ এবং ২টি এলএসএলআরডিপিপি (দিব্যাঙ্গজন-বান্ধব) কোচ। 

    শিয়ালদহে অমৃত ভারত এক্সপ্রেসের আগমন যাত্রী সুবিধা ও প্রযুক্তিগত উৎকর্ষে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ট্রেন দীর্ঘপথে রেল যোগাযোগকে আরও দ্রুত, আরামদায়ক ও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)