• সাগরপাড়ায় জুয়ার আড্ডায় পুলিশের হানা, গ্রেফতার ৫
    আজ তক | ২৫ জানুয়ারি ২০২৬
  • বহুদিন ধরেই বেআইনিভাবে জুয়ার আড্ডা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই আড্ডায় হানা দিয়ে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরেই এলাকায় এই জুয়া খেলা চলছিল। যেখানে বহু টাকার খেলা হত, তাও গোপনে। একাধিক অভিযোগ আসছিল পুলিশের কাছে এ নিয়ে। আর সেই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুরের সাগরপাড়া থানার জয়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ।   

    ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এলাকায় কোনওভাবেই এই ধরনের বেআইনি কাজ চালানো চলবে না। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থানে প্রশাসন, প্রয়োজনে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

    জুয়ার আড্ডা অনেকদিন ধরে চললেও পুলিশ নাগাল পাচ্ছিল না। তবে অভিযোগ একাধিক জমা পড়েছিল। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেন সাগরপাড়া থানার ওসি মহম্মদ খোরশেদ আলম। অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় পাঁচ জনকে। দীর্ঘদিন ধরেই এলাকায় গোপনে জুয়ার আসর বসানোর অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযান চালায় পুলিশ। ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থানে প্রশাসন, প্রয়োজনে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় সাগরপাড়া থানার এই অভিযান এলাকায় স্পষ্ট বার্তা দিল—অপরাধের জায়গা নেই, কড়া নজরে পুলিশ।

    রিপোর্টারঃ সব্যসাচী ব্যানার্জি
  • Link to this news (আজ তক)