• সোনাদার গল্পে রহস্য ছড়াবেন কৌশিক গাঙ্গুলি! কবে আসছে ‘সপ্তডিঙার গুপ্তধন’?
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৬
  • দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে ফিরছে জনপ্রিয় ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজি। আসছে বাঙালির 'হার্টথ্রব' গোয়েন্দা সোনাদা। শনিবার মহরৎ হয়ে গেল সোনাদার নতুন ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর। রোমাঞ্চ আর রহস্যের সেই চেনা স্বাদ নিয়ে আবারও পর্দায় ফিরছে এই অ্যাডভেঞ্চার সিরিজ।

    দর্শকদের প্রিয় সেই ত্রয়ী—'সোনাদা', 'ঝিনুক' ও 'আবির' হিসেবে আবারও পর্দায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন আরও কয়েকজন নতুন শিল্পী। মহরতের কাজ শেষ হওয়ার পর, জানা যাচ্ছে, জানুয়ারির শেষভাগ থেকেই শুরু হচ্ছে এই ছবির শুটিং।

    বরাবরের মতো এবারও ছবির পরিচালকের আসনে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তবে এবারের চমক হিসেবে থাকছেন অভিনেতা কৌশিক গাঙ্গুলি। এর আগে সোনাদার গল্পে তাঁকে দেখা যায়নি। তবে এবার যে কৌশিক গাঙ্গুলির চরিত্রটি এই রহস্যময় অভিযানে সামিল হতে চলেছেন তা বলাই যায়। কিন্তু অভিনেতাকে গল্পে ইতিবাচক না নেতিবাচক চরিত্রে দেখা যাবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

    ছবির গানের দায়িত্বে এবং আবহসঙ্গীতের দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইতিমধ্যেই মহরত হয়েছে গিয়েছে এই ছবির। সেখানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মোহতাও। বরাবরের মতো এসভিএফ-এর ব্যানারে যে এই ছবি আসছে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। এদিকে, শুটিং শুরু হওয়ার আগেই ছবি মুক্তি নিয়ে খবর এসেছে। শোনা যাচ্ছে, চলতি বছরের বার্ষিক গরমের ছুটিতে অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় আসছে সোনাদার নতুন অভিযান।

    ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর ঘোষণা যদিও বেশ কয়েকমাস আগেই হয়েছিল। হইচই-এর 'গল্পের পার্বণ'-এ ঘোষণা হয়েছিল এই ছবির। আবির ও ঝিনুককে সঙ্গে নিয়ে যে সোনাদা আবারও ফিরছে সেই ইঙ্গিত মিলতেই হইচই পড়েছিল অনুরাগী মহলে।

    প্রসঙ্গত, গত বারের গল্পের শেষে সোনাদার প্রেমিকা সীমন্তিনীর এক ঝলক পাওয়া গিয়েছিল। শুধু শেষে একটি হাত দেখা গিয়েছিল। এবারের গল্পে কি সীমন্তিনীকে দেখা যাবে? এই চরিত্রে কোন অভিনেত্রীকে নির্বাচন করবেন পরিচালক? তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।
  • Link to this news (আজকাল)