• গাড়ির ধাক্কায় ওভারব্রিজ থেকে উড়ে গেল বাইক, আহত ২
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • এই সময়, বর্ধমান: অনেকটা যেন সিনেমার পর্দায় দেখা হাড়হিম দুর্ঘটনার দৃশ্যের মতো। ওভারব্রিজে গাড়ির ধাক্কায় উড়ে গেল একটি মোটরবাইক। তা গিয়ে পড়ল নীচে। যদিও প্রাণহানি হয়নি। মোটরবাইকের চালক এবং তাঁর সঙ্গী গুরুতর আহত হয়েছেন। তাঁদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। চারচাকার গাড়ির চালক উধাও।

    শনিবার এমনই দুর্ঘটনা ঘটেছে গলসি থানার বড়মুড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজের উপরে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে গলসির দিক থেকে একটি মোটরবাইক যাচ্ছিল বর্ধমানের দিকে। জাতীয় সড়কের বড়মুড়িয়া ওভারব্রিজে মোটরবাইক ওঠার পরে পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে সজোরে ধাক্কা মারে সাদা রংয়ের একটি চারচাকার গাড়ি। সেই ধাক্কায় মোটরবাইক চালক এবং তাঁর সঙ্গী ওভারব্রিজ থেকে উড়ে গিয়ে নীচে সার্ভিস রোডের উপরে গিয়ে পড়েন বাহন সমেত। গুরুতর আহত হন দু’জনেই। মোটরবাইকে ধাক্কা মেরে চারচাকার গাড়িটিও ওভারব্রিজের উপরে উল্টে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গলসি থানার পুলিশ ও ট্র্যাফিক ইন্সপেক্টর হাইওয়ে বরুণকুমার ঘোষ এবং ট্রাফিক ওসি নিয়ামতুল্লা মহম্মদ ইব্রাহিম। পুলিশ গুরুতর আহত দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনারর পরেই পালিয়ে যায় চারচাকার গাড়ির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    তবে সেখানেই শেষ নয়। এ দিন ১৯ নম্বর জাতীয় সড়কেই ডিভাইডারে লাগানো গাছে জল দেওয়ার কাজে যুক্ত ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি ডাম্পার। এতে জল দেওয়ার কাজে যুক্ত দু’জন–সহ একটি পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। বর্ধমান থানার পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্ধমান থানার লাকুর্ডি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ সূত্রে খবর, লাকুর্ডি এলাকায় জাতীয় সড়কের ডিভাইডারে লাগানো গাছে জল দেওয়ার কাজ করছিলেন দু’জন। সেই সময়েে দুর্গাপুরের দিকে যাওয়া ডাম্পার ধাক্কা মারে ট্যাঙ্কারের পিছনে। ধাক্কায় ট্যাঙ্কারটি কিছুটা সামনে এগিয়ে গেয়ে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণে নিযুক্ত সংস্থার কর্মীদের একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। তিন জন গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে ক্রেন দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

  • Link to this news (এই সময়)