• ছেলের নামে SIR নোটিশ, আনতে গিয়ে মৃত্যু বৃদ্ধের; মাথাভাঙ্গায় ফের তরজা শুরু
    আজ তক | ২৫ জানুয়ারি ২০২৬
  • Mathabhanga SIR Death News: নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ঘিরে রাজ্যজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় কোচবিহারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ছেলের নামে আসা এসআইআর শুনানির নোটিশ সংগ্রহ করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে কোচবিহারের মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের খাটেরবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়।

    মৃত বৃদ্ধের নাম রহমান বস্তাদার (৬৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর ছেলে আমিনুর বস্তাদারের নামে ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিভ্রাট নিয়ে এসআইআর শুনানির নোটিশ আসে। সেই নোটিশ আনতেই এদিন সকালে স্থানীয় বুথ লেভেল অফিসার (BLO) চিনুমুনি মণ্ডল রায়ের বাড়িতে যান রহমান। বিএলও-র দাবি, কথা বলার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের অনুমান।

    তবে পরিবারের অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপ ও আতঙ্কে ভুগছিলেন রহমান। তাঁদের দাবি, এসআইআর সংক্রান্ত ভয় থেকেই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার খবর ছড়াতেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ে। মৃতের বাড়িতে পৌঁছান তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। তৃণমূল জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং যুব জেলা সভাপতি স্বপন বর্মন অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও বিজেপি মিলেই এসআইআর-এর নামে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করছে। এই মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে বলেও দাবি তৃণমূলের।

    অন্যদিকে, বিজেপিও পালটা প্রতিক্রিয়া দিয়েছে। জেলা বিজেপি সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন, এই মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল অযথা রাজনীতি করছে। তাঁর দাবি, ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়ার আশঙ্কাতেই তৃণমূল অপপ্রচার চালাচ্ছে। উল্লেখ্য, এই বুথেই আগেও জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে, মাথাভাঙ্গার এই মৃত্যু রাজ্যে এসআইআর ও ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা বিতর্ককে আরও তীব্র করে তুলল।
     

     
  • Link to this news (আজ তক)