• যুব সমাজের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে বাণিজ্য চুক্তিগুলি: প্রধানমন্ত্রী
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: শনিবার দেশের ৪৫টি স্থানে আয়োজিত রোজগার মেলায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ১৮তম রোজগার মেলার এই অনুষ্ঠান থেকেই ৬১ হাজারের বেশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও মোবিলিটি চুক্তি স্বাক্ষর করছে ভারত। এর ফলে যুব সমাজের সামনে দেশের মধ্যে ও বিদেশে নতুন নতুন দরজা খুলছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি করা হয়েছে, রোজগার মেলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশজুড়ে ১১ লক্ষের বেশি নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)