‘বিশেষভাবে সক্ষম’ হিসাবে ডাক্তারিতে ভরতির চেষ্টা, নিজের পা কাটলেন যুবক
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
লখনউ: যে কোনো উপায়ে ডাক্তারির কোর্সে ভরতি হতেই হবে। তাই ‘বিশেষভাবে সক্ষম’ শংসাপত্র পেতে নিজের পা কেটে ফেললেন ২৪ বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। সুরজ ভাস্কর নামে ওই যুবকের বাড়ি খলিলপুর এলাকায়। ১৮ জানুয়ারি গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেই সময় সুরজ দাবি করেন, তাঁর উপর দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কিন্তু তদন্তে চালিয়ে পুলিশ জানতে পারে, পুরো বিষয়টিই যুবকের মনগড়া। তাঁর উপর কোনো হামলা হয়নি। ওই যুবক নিজেই নিজের পা কেটে ফেলেছেন। তিনি ভেবেছিলেন, পা কাটা যাওয়ার ফলে ‘বিশেষভাবে সক্ষম’দের কোটায় তিনি এমবিবিএসের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট) দিতে পারবেন। কিন্তু অসংলগ্ন কথাবার্তাই ধরিয়ে দিল ওই যুবককে।পুলিশ জানিয়েছে, সুরজ ইতিমধ্যেই ফার্মাসিতে ডিপ্লোমা করেছেন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল, এমবিবিএস পাশ করে ডাক্তারি করা। কিন্তু নিটের মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি ‘অসাধু’ উপায় অবলম্বনের সিদ্ধান্ত নেন। গত অক্টোবরে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিশেষভাবে সক্ষমের শংসাপত্র জোগাড় করার চেষ্টা করেন সুরজ। কিন্তু তাতে লাভ হয়নি। এরপরই যুবক নিজের পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন। ১৮ জানুয়ারি পুলিশের কাছে খবর আসে যে, এক যুবকের উপর দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ধারালো অস্ত্রের কোপে যুবকের পায়ের পাতার একাংশ বাদ পড়েছে। সুরজের দেওয়া বয়ানের ভিত্তিতে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। কিন্তু জেরা করতেই সুরজ পরস্পরবিরোধী কথা বলতে শুরু করেন।তদন্তে উঠে আসে যুবক ইতিমধ্যেই বিয়ের রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করেছেন। যুবকের সেই বান্ধবীকে জেরা করে জানা যায়, ২০২৬ সালের মধ্যে যে কোনো উপায়ে এমবিবিএসে ভর্তির জন্য বদ্ধপরিকর ছিলেন সুরজ। এরপর সুরজের কল রেকর্ড, সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা শুরু হয়। তাতেই জানা যায়, ওইদিন যুবকের উপর কোনো হামলাই হয়নি। যেখান থেকে সুরজকে উদ্ধার করা হয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে কয়েকটি সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, ফার্মাসির জ্ঞান কাজে লাগিয়ে নিজের পায়ে অ্যানাস্থেশিয়া করেছিল যুবক। এরপর ধারালো কোনো অস্ত্র দিয়ে পায়ের পাতা কেটে ফেলেন। পুলিশ জানিয়েছে, যুবক হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাঁর বয়ান রেকর্ড করা হবে।