• ফের সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের ডাক
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণতন্ত্র দিবসে দেশব্যাপী ‘পিপলস মার্চে’র ডাক দিলেন কৃষকরা। সেইমতো সোমবার ট্রাক্টর প্যারেড এবং বাইক র‌্যালি হবে। বছর কয়েক আগে কৃষকদের এহেন ট্রাক্টর প্যারেড কর্মসূচি ঘিরেই কুরুক্ষেত্র হয়েছিল দিল্লি। লালকেল্লায় যথেচ্ছ ভাঙচুরের অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। একজনের মৃত্যুও হয়েছিল। যদিও বিক্ষোভরত কৃষক  সংগঠনগুলি দাবি করেছিল, ওই ভাঙচুরের ঘটনায় তাদের কোনও প্রতিনিধি জড়িত ছিলেন না। কৃষক আন্দোলনকে বন্ধ করার জন্য চক্রান্তের অভিযোগও তুলেছিল সংগঠনগুলি। এবারও তেমনই পরিস্থিতি তৈরির আশঙ্কায় উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে। যদিও শনিবার সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, রিপাবলিক ডে প্যারেডে কোনওরকম বিঘ্ন ঘটানো হবে না। তা শেষ হওয়ার পরেই কর্মসূচি শুরু করা হবে। শ্রম সংক্রান্ত একাধিক দাবিতে তাঁদের সঙ্গে শামিল হতে পারেন শ্রমিক এবং কর্মচারীরাও। এরমধ্যে জি রাম জি বিল প্রত্যাহার করে মনরেগা আইন কার্যকর করার আর্জি জানিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট আধিকারিককে চিঠি পাঠাল মোর্চা।
  • Link to this news (বর্তমান)