• সাধারণতন্ত্র দিবসে ওড়িশার কোরাপুটে বন্ধ মাছ-মাংস বিক্রি
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • ভুবনেশ্বর: নবরাত্রি বা রামনবমীতে আমিষে নিষেধাজ্ঞা। বিজেপি শাসিত বহু রাজ্যে এমন নিয়ম রয়েছে। এবার তালিকায় জুড়ছে সাধারণতন্ত্র দিবসও। আগামী ২৬ জানুয়ারি বিজেপি শাসিত ওড়িশার কোরাপুটে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। শুক্রবার তহসিলদার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং এক্সিকিউটিভ অফিসারদের কাছে এই মর্মে চিঠিও পাঠিয়েছেন জেলাশাসক মনোজ সত্যওয়ান মহাজন। জানিয়েছেন, ‘সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে জেলায়  মাছ, মাংস, ডিম সহ যে কোনও ধরনের আমিষ পণ্য বিক্রি নিষিদ্ধ। প্রত্যেককে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে হবে।’ ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের নিষেধাজ্ঞা নতুন নয়। দুর্গাপুজোর আগে দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই নিয়ম মানতে বাধ্য করা হয়। বিষয়টা নিয়ে বিতর্ক হয়।
  • Link to this news (বর্তমান)