ইন্দোর: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোর। দেশের ‘স্বচ্ছতম’ শহরে জলদূষণের শিকার বাসিন্দারা। বিষাক্ত জল পান করে ইতিমধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। এমনকি বৃহস্পতিবারও ফের অসুস্থ হয়ে পড়েছেন ২২ জন। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দোরের মৌ এলাকার এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে ইন্দোর জেলাপ্রশাসন। পরিস্থিতির সামাল দিতে তড়িঘড়ি দু’টি অস্থায়ী হাসপাতাল খোলা হয়েছে। এলাকায় পাঠানো হয়েছে ১২টি সমীক্ষক দল। শনিবার ইন্দোর প্রশাসনের তরফে এমনই জানানো হয়েছে।প্রশাসন জানাচ্ছে, মৌ এলাকায় পট্টি বাজারে ১২ জনের পেটের গণ্ডগোল দেখা দিয়েছে। যদিও স্থানীয়দের দাবি, বিষাক্ত জল খেয়ে প্রায় ২২-২৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে জেলাশাসক শিবম ভার্মার নির্দেশে শুক্রবার ওই এলাকায় ১২টি সমীক্ষক দল পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৮০টি ঘরে সমীক্ষা চালানো হয়েছে। জলের নমুনা পরীক্ষা করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন দলের সদস্যরা। এর পাশাপাশি দুটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এনিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাধব প্রসাদ হাসানি জানিয়েছেন, বেশ কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থদের রক্তের নমুনা সংগ্রহ করে যাবতীয় পরীক্ষার কাজ চলছে। ওই এলাকায় অস্থায়ী হাসপাতালে কয়েকজন শিশুরোগ বিশেষজ্ঞকেও পাঠানো হয়েছে। সচেতনতামূলক প্রচারেও জোর দেওয়া হয়েছে।