এক বছরে বিদেশে পালিয়েছে ৭১ ওয়ান্টেড, বলছে কেন্দ্রের রিপোর্ট
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: দেশে ওয়ান্টেড। এখনও তাদের খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি। আর সেই অপরাধীরা বিদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে সংখ্যাটা মোট ৭১। এক দশকের মধ্যে এটিই সর্বোচ্চ। সম্প্রতি কেন্দ্রে পেশ করা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। একইভাবে এই সময়ে অন্যান্য দেশ থেকে পালিয়ে আসা এমন অপরাধীর সংখ্যা ২০৩ জন। বর্তমানে তারা দেশের নানা রাজ্যে লুকিয়ে রয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, এর মধ্যে মোট ২৭ জন পলাতককে দেশে ফেরানো হয়েছে। ২০২৪-২০২৫ সালে অপরাধীদের দেশে ফেরাতে বিভিন্ন দেশের প্রশাসনের কাছে মোট ৭৪টি চিঠি (এলআরএস) পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৪টি সিবিআই মামলা সম্পর্কিত। বাকি ২০টি চিঠি অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সবমিলিয়ে ৫৩৩টি এলআরএসের কোনও নিষ্পত্তি হয়নি। এর মধ্যে ২৭৬টি সিবিআই মামলা সম্পর্কিত। আর অপরাধীদের ধরতে ও তদন্তে সহযোগিতা চেয়ে একাধিক দেশ থেকে ভারতে মোট ৩২টি এলআরএস পাঠানো হয়েছে।