• দলকে জরিমানা বিজেপি শাসিত পুরসভার
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • তিরুবনন্তপুরম: তামিলনাড়ু ও কেরলে জোড়া সভা করে কার্যত নির্বাচনি প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি। তবে এই সভা উপলক্ষ্যে শহরের ফুটপাথে অবৈধভাবে ফ্লেক্স বোর্ড লাগানো হয়েছিল। এমন অভিযোগে বিজেপির জেলা নেতৃত্বকে জরিমানা করল বিজেপি-শাসিত তিরুবনন্তপুরম কর্পোরেশন। বিষয়টা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিরুবনন্তপুরম কর্পোরেশনের সেক্রেটারি। তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট থানায় বিজেপি জেলা সভাপতি করমানা জয়নের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এফআইআর অনুযায়ী, কেরল হাই কোর্টের একাধিক নির্দেশ এবং স্থানীয় প্রশাসনের জারি করা নিয়ম ভেঙে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পালায়ম জংশন থেকে পুলিমোদু জংশন পর্যন্ত ফুটপাথে ফ্লেক্স বোর্ড বসানো হয়। যার ফলে সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিরুবনন্তপুরম কর্পোরেশন বিজেপির জেলা নেতৃত্বকে ১৯.৭ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। কর্পোরেশনের আধিকারিকরা জানান, অবৈধভাবে লাগানো ফ্লেক্স বোর্ডগুলি সরানোর জন্য আগেই বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। তাই প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ হওয়ার পর জরিমানার নোটিস জারি করা হয়। উল্লেখ্য, জনসমক্ষে অবৈধ হোর্ডিং ও ফ্লেক্স বোর্ড বসানো সংক্রান্ত একটি মামলা বর্তমানে কেরল হাই কোর্টে বিচারাধীন রয়েছে। এই বিষয়ে আদালত স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়ে বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে বিজেপি শাসিত পুরসভা গেরুয়া শিবিরকেই জরিমানা করায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)