• কর্মক্ষেত্রে টানা মানসিক হেনস্তা, আত্মঘাতী জিএসটি আধিকারিক
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • মুম্বই: কর্মক্ষেত্রে মানসিক হেনস্তার জেরে আত্মঘাতী জিএসটি আধিকারিক। মহারাষ্ট্রের বিদ জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, ১৭ জানুয়ারি সোলাপুর হাইওয়ে সংলগ্ন কপিলধারওয়াড়ি এলাকায় একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় জিএসটি আধিকারিক শচীন জাধাভারের দেহ। ঘটনাস্থল থেকে পাওয়া একটি সুইসাইড নোটে কর্মক্ষেত্রে সমস্যার কথা লেখা ছিল। এই ঘটনার পরই বিদের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন মৃতের স্ত্রী ময়ূরী। জানান, কর্মক্ষেত্রে লাগাতার হেনস্তার শিকার হতে হত শচীনকে। কেবল অফিসেই নয়, ব্যক্তিজীবনেও তাঁকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। ময়ূরীর অভিযোগ, তাঁদের ছেলেকে স্কুলের বাইরে থেকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। এছাড়া অফিসের বাইরে ইচ্ছাকৃতভাবে শচীনের গাড়িতে ধাক্কা মারা হয়। তাঁকে গালিগালাজ পর্যন্ত করা হয়েছিল। যাবতীয় অভিযোগের পরও দেরিতে মামলা দায়ের হয়। শচীনের পরিবারের দাবি, সুইসাইড নোট দেখানো হয়নি তাঁদের। গত শুক্রবার মৃতের পরিবারের সদস্যরা বিদ গ্রামীণ থানার সামনে বিক্ষোভ দেখান। এরপরই বিদের জিএসটি দপ্তরের সহকারী কমিশনার দিলীপ ফাটের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে।
  • Link to this news (বর্তমান)