অপারেশন সিন্দুর: ট্রাম্পের পরমাণু যুদ্ধের শঙ্কার দাবি ওড়াল আইএইএ
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের সময়ে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে উড়িয়ে সাফ জানালেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি।গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও পরবর্তীপর্বে ভারতের অপারেশন সিন্দুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল, তিনি সেই ভয়ঙ্কর পরিস্থিতি সামলেছেন। তাঁর উদ্যোগেই বন্ধ হয়েছে যুদ্ধ। নাহলে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র একে অপরের উপর ওই অস্ত্রের আঘাত হানতে পারত। সেই দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে গ্রোসি বলেছেন, ‘এসব রাজনৈতিক বক্তব্য। আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থায় কোনো পরমাণু অস্ত্র ব্যবহারের রেকর্ড নেই।’ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে এই বক্তব্য আইএইএ প্রধানের। গ্রোসি স্পষ্ট বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষার পার্থক্য রয়েছে। তিনি জানান, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের পরমাণু অস্ত্রের কোনো ব্যবহার লক্ষ্য করা যায়নি।