৫০ পর্যন্ত লিখতে পারেনি শিশুকন্যা, বাবার মারে মৃত্যু
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
ফরিদাবাদ: ১ থেকে ৫০ লিখতে পারেনি মেয়ে। এই ‘অপরাধে’ একরত্তিকে বেধড়ক মারধর করল তার বাবা। এর জেরে প্রাণ হারিয়েছে ওই শিশুকন্যা। ফরিদাবাদের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফরিদাবাদের বাসিন্দা ওই পরিবার। বুধবার সাড়ে চার বছরের মেয়ে বংশিকাকে পড়াতে বসেছিল তার বাবা। ১ থেকে ৫০ অব্দি লিখতে পারেনি শিশুকন্যা। শাস্তি হিসেবে শুরু হয় মারধর। বেলন দিয়ে বেধড়ক মারে মেয়েকে। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে বংশিকা।