• উপহার অগ্নিকাণ্ড: দোষীর বিরুদ্ধে পৃথক মামলায় চার্জ গঠন
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: উপহার সিনেমা হল অগ্নিকাণ্ডে দোষী সুশীল আনসালের বিরুদ্ধে পৃথক মামলায় চার্জ গঠন করল দিল্লির এক আদালত। জানা গিয়েছে, পাসপোর্ট নবীকরণের সময় অপরাধ সংক্রান্ত তথ্য গোপন করেছিলেন আনসাল। গত বছর ডিসেম্বরে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা) সহ একাধিক ধারায় আনসালের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। ২০১৯ সালে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই মামলায় আনসালকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। অভিযোগ, ১৯৯৭ সালের উপহার সিনেমা অগ্নিকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তিনি পাসপোর্ট নবীকরণের সময় ঘোষণা করেননি।
  • Link to this news (বর্তমান)