• বারবার কামড় দিচ্ছে পোষা কুকুর, জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: মাঝেমধ্যে এলাকার গোরু, ছাগলকে কামড়ে নিচ্ছে কুকুর। রেহাই পাচ্ছেন না মানুষও। পথচারীদেরও পায়ে কামড় বসাচ্ছে কুকুর। প্রতিবাদ করায় কুকুরের মালিক গ্রামের তিনজনের বিরুদ্ধে বালুরঘাট থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত বালুরঘাটের কামারপাড়ার বাসিন্দারা। শনিবার তাঁরা একত্রিত হয়ে বালুরঘাট-হিলি ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। শনিবার বিকেলে ওই এলাকায় যান স্থানীয় অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যরা। গ্রামবাসীদের আশ্বস্ত করে অবরোধ তুলে দেয় পুলিশ, প্রশাসন।  পুলিশ সূত্রে খবর, এলাকার এক ব্যক্তি বাড়িতে একাধিক কুকুর পোষেন। কুকুরগুলি মাঝেমধ্যে পাড়ার ছাগল, গোরুকে কাম‌঩ড়ে নিচ্ছে। মানুষকেও কামড় দিচ্ছে। এনিয়ে গ্রামের তিনজন প্রতিবাদ করেছিলেন। এরই মধ্যে একটি কুকুরের লেজ কাটা অবস্থায় পাওয়া গেলে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। যদিও কুকুরের লেজ কাটার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। কুকুরের মালিক থানায় মামলা করায় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি বালুরঘাট থানাতেও গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন।  বিক্ষুব্ধ বিপ্লব বর্মন বলেন, আমাদের এই সমস্যার কথা প্রধানকে আগেই লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু কোনও সুরাহা হয়নি। এর মধ্যেই এলাকার তিনজনের নামে কুকুরের লেজ কাটার মামলা দেওয়া হয়েছে। কিন্তু আমরা কেউ ওই কুকুরের লেজ কাটেনি। বালুরঘাট থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)