সংবাদদাতা, দিনহাটা: সরস্বতী পুজোর দিন বাইক পার্কিংকে কেন্দ্র করে উত্তেজনার জেরে আক্রান্ত হলেন এক বুথ লেভেল অফিসার বা বিএলও। শুক্রবার ঘটনাটি ঘটে সিতাই বিধানসভা এলাকার একটি বেসরকারি স্কুলের সামনে। গুরুতর আহত অবস্থায় ওই বিএলও’কে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তির নাম মনোয়ার হোসেন। তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সিতাই বিধানসভার ২৭৮ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে রয়েছেন। হিয়ারিং সংক্রান্ত নোটিস বিলি করার সময় তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। আহত বিএলওর দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা। তাঁকে বিএলও হিসেবে পছন্দ না করায় পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। ঘটনার পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে তিনি লিখিতভাবে বিএলও পদ থেকে ইস্তফা দেবেন।ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিস তদন্তে নামে। শুক্রবারই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে পুলিস সূত্রে এই ঘটনার বিষয়ে কিছুটা ভিন্ন তথ্য সামনে এসেছে। পুলিস জানিয়েছে, ওই এলাকায় একটি বেসরকারি স্কুলের সামনে সরস্বতী পুজো চলছিল। সেই সময় বাইক পার্কিং করা নিয়ে বিএলও ও কয়েকজন যুবকের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা থেকেই হাতাহাতির ঘটনা। পুলিসের দাবি, ওই সময় বিএলওর মুখে ঘুষি মারা হয়। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিস।জখম বিএলও মনোয়ার হোসেন বলেন, দেড়শো জনের নোটিস হয়েছে আমার বুথে। সেই নোটিস বিলি করার সময় আচমকা আক্রমণ করা হয় আমাকে। ব্যক্তিগত শত্রুতার জেরই আক্রমণ করা হয়েছে। আমাকে বিএলও হিসেবে পছন্দ হয়নি বলেই পরিকল্পিত এই আক্রমণ। ঘটনার দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে বিএলও পদ থেকে ইস্তফা দেব।দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন, সরস্বতী পুজোয় বাইক পার্কিং নিয়েই গণ্ডগোলের জেরে মারামারির ঘটনা ঘটেছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সঙ্গীর খোঁজ চলছে।