• লাটাগুড়িতে তিনদিনের আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শেষ আজ
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, নাগরাকাটা: ক্যাপচার দা মোমেন্ট ফটোগ্রাফি ক্লাব ডুয়ার্স-এর ব্যবস্থাপনায় লাটাগুড়িতে ষষ্ঠ আন্তর্জাতিক ফটোগ্রাফি এগজিবিশন অ্যান্ড কম্পিটিশন ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়েছে। এই প্রদর্শনী চলবে আজ, রবিবার পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার সূচনা করেন লাটাগুড়ি সাউথের রেঞ্জার ধ্রুবজ্যোতি সরকার। সূচনা অনুষ্ঠানে ছিলেন, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মান্তু দেব রায়। এসেছিলেন ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক শ্রীমন্ত রায়, মণীশ কুশারি, বনশ্রী কুণ্ডু, চিন্ময় রথ, জয় কর্মকার, নির্মাল্য রায়, পঙ্কজ দত্ত, আইসিডিএস সুপারভাইজার সুভদ্রা রায়। অ্যাডমিন টিমের মধ্যে ছিলেন নগেন্দ্রমণি প্রধান, অর্ণব সরকার, শ্রাবন্তী পোদ্দার, রিপন বিশ্বাস সহ অনান্যরা।শনিবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গজলডোবার ট্যুরিস্ট গাইডদের সংবর্ধনা দেওয়া হয়। আজ, রবিবার শেষ দিন ফটোগ্রাফি নিয়ে একটি কর্মশালা করা হবে বলে জানিয়েছেন ক্যাপচার দা মোমেন্ট ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা মান্তু দেব রায়। তিনি জানিয়েছেন, কর্মশালাটি শুরু হবে বেলা ১১টায়। প্রদর্শনীতে মোট ৪২৯টি ছবি স্থান পেয়েছে। নেদারল্যান্ড, কেনিয়া সহ বিভিন্ন দেশের ছবি এসেছে। দেশের অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে ছবি পাঠিয়েছেন ফটোগ্রাফাররা। পাখি ও বন্যপ্রাণী, পোরট্রেট, স্ট্রিট, ট্রাভেল সহ মোট ১১টি ক্যাটাগরিতে প্রদর্শনী হচ্ছে। প্রতিটি ছবিই একেবারে জীবন্ত। এদিন সকাল থেকে অনেকেই এসে ছবিগুলি দেখে যান। প্রতিটি ছবিই প্রশংসা কুড়িয়েছে ভিজিটরদের।
  • Link to this news (বর্তমান)