• পয়লা জানুয়ারি ভিড়ের নিরিখে এবার কোচবিহার রসিকবিল রাজ্যে দ্বিতীয়
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বছর শুরুর দিন ভিড়ের নিরিখে এবারও কোচবিহার রসিকবিল রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার ১ জানুয়ারিতে প্রায় ১৫ হাজার পর্যটক এসেছেন। সাড়ে তিন লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। পাশাপাশি সরস্বতী পুজোর দিনও এখানে রেকর্ড ভিড় হয়েছে। এদিনও প্রায় সাড়ে আট হাজার পর্যটক এসেছেন। দুই লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। এদিকে পরিযায়ী পাখির দিক দিয়েও এবছর পর্যটকদের হতাশ হতে হয়নি। এবার রসিকবিলে সাত হাজারের বেশি পরিযায়ী পাখি এসেছে। গতবছর যা ছিল সাড়ে ছয় হাজার। ফলে সব দিক দিয়েই এবছর কোচবিহারের রসিকবিলের প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়েছে।বনদপ্তরের এডিএফও বিজনকুমার নাথ বলেন, পয়লা জানুয়ারি পর্যটকের সংখ্যার নিরিখে রাজ্যের চিড়িয়াখানাগুলির মধ্যে এবারও রসিকবিল দ্বিতীয় স্থান অধিকার করেছে। সরস্বতী পুজোর দিনও প্রচুর পর্যটকের ভিড় হয়েছে। তিনি জানান, গত কয়েক বছর ধরে কোচবিহারের রসিকবিলে মানুষের ভিড় বাড়ছে। এখানে ছোট-বড় মিলিয়ে মোট ১১টি চিতাবাঘ রয়েছে। এছাড়াও হরিণ, সাপ, দেশি-বিদেশি পাখি সহ নানা জীবজন্তু রয়েছে। সেই সঙ্গে প্রতিবছরই আসে প্রচুর পরিযায়ী পাখি। প্রতি শীতে এই সব পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে রসিকবিলের জলাভূমি।জানা গিয়েছে, এবারও ৫-৬ জানুয়ারি পরিযায়ী পাখি গণনার কাজ হয়েছে। রেড কেস্টেড পোচার্ড, মালার্ড, ফেরুজিনাস ডাক, লেসার হুইসলিং ডাক সহ বিভিন্ন পরিযায়ী পাখি এসেছে। শীতের সময় এখানে কাটিয়ে পরিযায়ী পাখির দল ফের ভিন দেশে উড়ে যায়। এডিএফও বলেন, পাখি গণনার কাজ শেষ হয়েছে। চূড়ান্ত রিপোর্ট না আসলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবার প্রায় সাত হাজার পরিযায়ী পাখি এসেছে। 
  • Link to this news (বর্তমান)