• জলপাইগুড়ি মেডিকেলের প্রসূতি বিভাগ চত্বরে সদ্যোজাতর মুণ্ড নিয়ে ঘুরল কুকুর!
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দিনেদুপুরে সদ্যোজাতর মুণ্ড মুখে নিয়ে হাসপাতাল চত্বরে ঘুরল কুকুর! শনিবার এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়ায় জলপাইগুড়ি মেডিকেলের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে। ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতাল চত্বরে অপেক্ষারত রোগীর পরিবারের লোকজনের দাবি, এদিন বিকেল চারটে নাগাদ মাদার অ্যান্ড চাইল্ড হাবের গেটের দিক থেকে মৃত শিশুর মুণ্ড মুখে নিয়ে ইমার্জেন্সির দিকে আসতে দেখা যায় একটি কুকুরকে। তাঁরা কুকুরটিকে তাড়া করলে মুণ্ডটি ওই চত্বরে ফেলে দিয়ে পালায় সারমেয়টি। হাসপাতাল চত্বরে কীভাবে সদ্যোজাতর মাথা এল, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, শিশুটির দেহটি কোথায় গেল? প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সদ্যোজাতর দেহের গোটা অংশ কুকুরে খুবলে খেল অথচ মুণ্ডটি অক্ষত থাকল, এটা কোনওমতে হতে পারে না। কুকুরের মুখে থাকা সদ্যোজাতর মাথা দেখে তাঁদের ধারণা, দেহ থেকে যেন মুণ্ড কাটা! তাঁদের এই দাবি ঘিরে দানা বেঁধেছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুকুরে নিয়ে ঘুরে বেড়ানো সদ্যোজাতর মাথাটি উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্ত হবে সেটির। জলপাইগুড়ি মেডিকেলের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, পুলিশ তদন্ত করছে। আমরাও হাসপাতাল চত্বরে বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি। যতদূর মনে হয়, শিশুটি হাসপাতালের নয়। তবে ঘটনাটি যে যথেষ্ট সন্দেহজনক তা স্বীকার করে নিয়েছেন এমএসভিপি। তিনি বলেন, সদ্যোজাতর মাথা মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। তাহলে তার দেহটি কোথায় গেল! এনিয়ে তো সত্যিই প্রশ্ন থাকে।ঘটনার সময় হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির কাদোবাড়ির বাসিন্দা মৌমিনা খাতুন। তিনি বলেন, সদ্যোজাতর মাথা মুখে নিয়ে একটি কুকুরকে ছোটাছুটি করতে দেখে আমরা পিছু ধাওয়া করি। তাড়া খেয়ে কিছুদূর নিয়ে গিয়ে কুকুর মুণ্ডটি ফেলে দিয়ে পালায়। তাঁর প্রশ্ন, হাসপাতাল চত্বরে কীভাবে মৃত শিশুর মাথা এল? তার দেহ কোথায় গেল? হাসপাতালে উপস্থিত ধূপগুড়ির বাসিন্দা মৃণাল রায়ের দাবি, কেউ যদি হাসপাতাল চত্বরে মৃত শিশু ফেলে দিয়ে যাবে, তাহলে শিশুটির দেহ কোথায় গেল? মাথাটি দেখে স্পষ্ট, পচন ধরেনি। কুকুরে গোটা শরীর খেয়ে নিল অথচ মুখমণ্ডল অক্ষত থাকল, সেটাই বা কীভাবে হয়!মেডিকেলের সুপারের দাবি, হাসপাতালে যেসব মৃত শিশু প্রসব হয়, পরিবার নিতে চাইলে সেগুলি দিয়ে দেওয়া হয়। নতুবা মর্গে রাখা হয়। এখন কোনও পরিবার হাসপাতাল থেকে মৃত শিশু নিয়ে আশপাশে কোথাও ফেলে দিয়ে গিয়েছে কি না, খতিয়ে দেখছি।
  • Link to this news (বর্তমান)