বিধানসভা ভোটের আগে ভার্চুয়ালি একাধিক কাজের সূচনা বালুরঘাটে
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: ঘটা করে রাস্তার কাজের সূচনা নয়। বদলে ঘরে বসেই শহরে ভার্চুয়ালি কাজের সূচনা করলেন বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান সুরজিত্ সাহা। তাঁর দাবি, এলাকায় গিয়ে গিয়ে একেক দিন একেকটা রাস্তার কাজের সূচনা করলে সময় বেশি লাগবে। ফলে উন্নয়ন পিছিয়ে যাবে বালুরঘাটে। বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। ভোট ঘোষণা হলে কাজ পিছিয়ে যাবে। তাই তড়িঘড়ি শহরের উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নতুন পুর চেয়ারম্যানের। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে শহরে ৪৬ টি কাজের ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে। শনিবার ভার্চুয়ালি সেই কাজগুলির সূচনা করা হয়েছে। শনিবার থেকেই ৪ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজগুলি শুরু হয়ে গেল। এদিন আরও ২ কোটি ৩৬ লক্ষ টাকার ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে। এই টাকায় ৩৫টি কাজ হবে। সেই কাজগুলিও দ্রুত শুরু করা হবে বলে পুরসভা জানিয়েছে।শনিবার বালুরঘাট পুরসভার সুবর্ণতট ভবনে সাংবাদিক সম্মেলন করে পুর চেয়ারম্যান বলেন, প্রত্যেকদিন একটি করে রাস্তার কাজের সূচনা করলে সময় বেশি লাগবে। ভোটের আগে সময় নষ্ট করা যাবে না। তাই এদিন একসঙ্গে কাজগুলি শুরু হয়ে গেল। এজেন্সিগুলিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আরও ৩৫টি কাজের ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে। বালুরঘাটবাসীর যে সমস্যা রয়েছে, সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হচ্ছে।বালুরঘাট শহরে বহু রাস্তাঘাট বেহাল। শহরে অনেক জায়গায় সৌন্দর্যায়নের কাজ বাকি। বিধানসভা ভোটের আগে সেই কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে পুরসভা। যাতে শহরের উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে যায়।পুরসভা সূত্রে খবর, পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৪ কোটি ৮৫ লক্ষ টাকা এবং পাড়ায় সমাধান প্রকল্পে আরও ২ কোটি ৩৬ লক্ষ টাকায় কাজ হচ্ছে শহরে। এই টাকায় বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডে রাস্তা, নিকাশিনালা, পানীয় জল, পথবাতি সহ নানা কাজ হচ্ছে।