• পুরুলিয়াজুড়ে ‘সিজানো’ পরব, রঘুনাথপুরে মেলা
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, রঘুনাথপুর: সরস্বতীপুজোর পরদিন পুরুলিয়া জেলাজুড়ে ‘সিজানো’ অর্থাৎ বাসি ভাত খাওয়া হয়। শনিবার সিজানো পরব উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় মোরগ লড়াই, মেলা হয়েছে। তবে রঘুনাথপুর মহকুমার সবচেয়ে বড় মেলা হয় জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে কালীপাহাড়ে। রঘুনাথপুর শহরের ১০নম্বর ওয়ার্ডে ওই মেলায় এদিন হাজার হাজার মানুষ ভিড় করে। এই মেলায় পুরুলিয়ার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসে। এই পাহাড়ের উপরে একটি কালীমন্দির রয়েছে। মেলা দেখতে আসা প্রতিটি পরিবার ওই মন্দিরে নারকেল ফাটিয়ে শিবপুজো করে। সেই নারকেলের জলের ধারা পাহাড়ের উপর থেকে নীচে নেমে আসে। সেই দৃশ্য দেখতেও বহু মানুষ ভিড় জমায়। রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, প্রতিবছর এই একদিনের মেলায় নানা এলাকা থেকে মানুষ ভিড় করে। লোককথা অনুসারে, কোনও একসময় এক রাজার ছেলেরা সরস্বতীপুজোর আগের দিন জঙ্গলে শিকার করতে যায়। পথে কোনও কারণে তারা দেবী ষষ্ঠীর সঙ্গে খারাপ আচরণ করে। ফলে রুষ্ট দেবী রাজপুত্রদের প্রাণ হরণ করেন।
  • Link to this news (বর্তমান)