• শুনানিতে হয়রানির প্রতিবাদে বর্ধমান স্টেশনে রেললাইনে নেমে বিক্ষোভ
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুনানিতে হয়রানির প্রতিবাদে শনিবার ফের উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানে। এদিন বর্ধমান স্টেশনে রেললাইনে নেমে জনতা বিক্ষোভ দেখায়। অনেকে রেল লাইনের উপর শুয়ে পড়েন। আরপিএফ তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বর্ধমান-সিউড়ি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখানো হয়। বড়া চৌমাথার কাছে জাতীয় পতাকা হাতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে শামিল হয়েছিলেন। গুরুত্বপূর্ণ এই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তাঁদের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অকারণে মানুষকে হেনস্তা করা হচ্ছে। উৎসবের দিনও আমজনতাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। বৃদ্ধ, বৃদ্ধাদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। মায়ের সঙ্গে যাঁদের বয়সের পার্থক্য ১৫ বছরের কম, তাঁদেরও ডাকা হচ্ছে। আগেকার দিনে মহিলাদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সন্তানেরও জন্ম দিতেন কম বয়সে। সেই কারণে অনেকের ক্ষেত্রে বয়সের ব্যবধান ১৫ বছরের কম রয়েছে। তাঁদেরও শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। নামের বানানে সামান্য ভুল থাকলেও ঘণ্টার পর ঘণ্টা শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। ছুটির  দিনেও শুনানি চলছে।নো ম্যাপিংয়ের তালিকায় জেলার বহু এসসি এবং এসটি ভোটার রয়েছেন। নথি দেখাতে না পারায় তাঁদের নাম বাদ যেতে বসেছে। তার প্রতিবাদে আদিবাসীরা আজ, রবিবার থেকে বর্ধমানে কার্জনগেটের কাছে আমরণ অনশনে বসছেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, আমরা আদি বাসিন্দা। আদিবাসীদের কাছ থেকে কমিশন নথি দেখতে চাইছে কোন সাহসে? আমরা নথির পরোয়া করি না। এই ভূমির অধিকার জন্মগত। একজন আদিবাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরা অনশনে বসব। কারও মৃত্যু হলে তার দায় কমিশনকে নিতে হবে। রাজ্যের সব জেলায় আন্দোলন হবে।সুপ্রিম কোর্ট সন্দেহজনক ভোটারদের তালিকা সামনে আনতে নির্দেশ দিয়েছিল। কিন্তু, শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশন তা করতে পারেনি। এক আধিকারিক বলেন, তালিকা প্রকাশের জন্য যে লিংক পাঠানোর দরকার ছিল, সেটা কমিশন দিতে পারেনি। সেই কারণে সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করা যাচ্ছে না।
  • Link to this news (বর্তমান)