সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার বাঁশাগ্রামে তালা ভেঙে মন্দির থেকে সোনা ও রুপোর গয়না, টাকা সহ প্রণামী বাক্স চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সখল বেদ ওরফে ব্যাধ ও পবন বেদ। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ও হীরাপুর থানা এলাকায় ধৃতদের বাড়ি। শুক্রবার রাতে বুদবুদ থানার মানকর গ্রাম থেকে স্থানীয় থানার সাহায্য নিয়ে দু’জনকে ধরা হয়। জেরায় চুরিতে জড়িত থাকার কথা ধৃতরা কবুল করে। দু’জনকে নিয়ে তল্লাশি চালিয়ে চুরির কিছু রুপোর গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃত দু’জনকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে তিনদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর রাতে বাঁশাগ্রামে মা ভৈরবী কালীমন্দিরে চুরি হয়। দরজার তালা ভেঙে মন্দির থেকে বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গয়না এবং হীরে লাগানো দু’টি সোনার চোখ নিয়ে পালায় দুষ্কৃতীরা। তারা টাকা সহ প্রণামী বাক্সটিও নিয়ে পালায়। পরেরদিন সকালে মন্দির খুলতে এসে সেবাইত দেখেন, দরজার তালা ভাঙা। মন্দির থেকে সোনা ও রুপোর গয়না এবং প্রণামী বাক্স গায়েব হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সন্টু ঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে চুরির মামলা রুজু করে তদন্তে নামে রায়না থানার পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চুরির কিনারায় তেমন কোনও তথ্য পায়নি পুলিশ। চোরের হদিশ পেতে হুগলির আরামবাগ, পুরশুড়া ও তারকেশ্বর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। যদিও তাতে সাফল্য আসেনি। বিভিন্ন সূত্র মারফৎ চুরিতে সখল ও পবন জড়িত বলে খবর মেলে। এরপরই শুক্রবার রাতে মানকরে হানা দিয়ে দু’জনকে ধরে পুলিশ।