কাল থেকে রামপুরহাটে দাঁড়াবে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, রামপুরহাট: দীর্ঘদিনের দাবি পূরণ হল। রামপুরহাট জংশনে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের স্টপেজের অনুমোদন দিল রেল। বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, সাধারণতন্ত্র দিবসের দিন থেকে ট্রেনটি রামপুরহাট জংশনে আপ ও ডাউনে স্টপেজ দেবে। শুধু তাই নয়, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য একইসঙ্গে রেলমন্ত্রক আহমদপুর, নলহাটি, মুরারই ও চাতরা স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ অনুমোদন দিয়েছে।বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে গুরুত্বপূর্ণ জংশন রামপুরহাট। কাছেই তারাপীঠ মন্দির হওয়ায় রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যের কয়েক হাজার পর্যটক এই স্টেশনকে ব্যবহার করেন। উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারগামী ট্রেন ধরার জন্য জেলার বিভিন্ন প্রান্তের যাত্রীরা এই স্টেশনকে উপযুক্ত হিসাবে মনে করেন। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। বহু রোগী চিকিৎসা করাতে আসেন। ফলে এই জংশনের গুরুত্ব জেলার অন্যান্য স্টেশনের থেকে বেশি। জেলার মধ্যে টিকিট বিক্রির শীর্ষে রয়েছে এই স্টেশন। গুরুত্বপূর্ণ এই স্টেশনে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনের স্টপেজ না থাকায় ক্ষুব্ধ ছিলেন যাত্রীরা। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল, প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে নাগরিক সমাজের তরফে ট্রেনটির স্টপেজের দাবিতে রেলকে ডেপুটেশন দেওয়া হয়। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সকলে।রেল সূত্রে জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেস ভোর সাড়ে ৫টায় নিউ জলপাইগুড়ি ছেড়ে সকাল ১০টা ২৭ মিনিটে এসে পৌঁছাবে রামপুরহাট জংশন। ২ মিনিট স্টপেজ দেওয়ার পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে ছেড়ে যাবে। হাওড়া পৌঁছবে দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে। ২টো বেজে ২৫ মিনিটে হাওড়া ছেড়ে বিকেলে ৫টা বেজে ১ মিনিটে পৌঁছাবে রামপুরহাটে। নিত্যযাত্রী অনিলকুমার বোথরা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হল। রামপুরহাট এলাকার মানুষ সহ তারাপীঠে আসা পর্যটকরা খুবই উপকৃত হবেন।অন্যদিকে, আজ থেকে মুরারই ও আগামীকাল থেকে আহমদপুরে দাঁড়াবে হাওড়া-গয়া এক্সপ্রেস। সেই সঙ্গে আগামীকাল থেকে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস স্টপেজ দেবে মুরারইয়ে। একই সঙ্গে আগামীকাল থেকে পরবর্তী চাতরা স্টেশনে মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজের অনুমোদন দিয়েছে রেল। নলহাটি নাগরিক মঞ্চের দাবি মেনে আজ থেকে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন স্টপেজ দেবে নলহাটি ও গুসকরা স্টেশনে। আরও বেশকিছু ট্রেনের স্টপেজের দাবি পূরণ না হওয়ায় আগামী ১৬ ফেব্রুয়ারি রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে নলহাটি নাগরিক মঞ্চ।