• ভাটপাড়ায় ফের ১ দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দু’সপ্তাহ আগে ভাটপাড়ায় বাইকবাহিনী দিবালোকে গুলি চালিয়েছিল। এই ঘটনার পর ভাটপাড়া থানা দুষ্কৃতীদের বিরুদ্ধে রীতিমতো অভিযানে নেমেছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃতদের কাছ থেকে কার্তুজ সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতেই যেমন গোপন সূত্রে খবর পেয়ে রামনগর কলোনির ২৮ নম্বর রেলগেটের কাছে অভিযান চালায় ভাটপাড়া থানার পুলিশ। সেখানে প্রেমকুমার সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ। ধৃতকে শনিবার বারাকপুর মহকুমা আদালতে হাজির করিয়ে নিজেদের হেপাজতে নেয় ভাটপাড়া থানা। প্রেমকুমার কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র পেয়েছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, এটা প্রথম নয়, বিগত এক মাসে ভাটপাড়া থানা এলাকায় বেশ কয়েকবার অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বারাকপুরের পুলিস কমিশনার মুরলীধর শর্মার নির্দেশে ভোটের আগে যাতে নতুন করে জগদ্দল, কাঁকিনাড়া, ভাটপাড়া এলাকা অশান্ত হয়ে না ওঠে, তার জন্য লাগাতার অভিযান চালাচ্ছে ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)