• আমতায় উদ্ধার বিশাল অলিভ রিডলে
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: মাঝে একদিনের বিরতি। তারপরেই উদ্ধার হল আরও একটি অলিভ রিডলে। বৃহস্পতিবার আমতা ২ ব্লকের উত্তর ভাটোরার কাছে মুণ্ডেশ্বরী নদীতে মাছ ধরার সময় এক মৎসজীবীর জালে ধরা পড়েছিল একটি প্রায় ৪৫ কেজি ওজনের এই প্রজাতির কচ্ছপ। সেটিকে ইতিমধ্যে বনদপ্তরের উলুবেড়িয়া রেঞ্জ সমুদ্রে পুনর্বাসন দিয়েছে। সেই রেশ কাটতে না কাটতে আবার এক মৎসজীবীর জালে আটকে পড়ল একটি বিশালাকার অলিভ রিডলে। শনিবারও কচ্ছপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশকর্মীরা। এদিন আমতা ২ ব্লকের কাশমলী গ্রাম পঞ্চায়েতের খড়িবেড়িয়ার কাছে শর্টকার্ট চ্যানেলে এক মৎসজীবীর জালে আটকে পড়ে প্রায় ৩৯ কেজি ওজনের একটি অলিভ রিডলে। খবর পেয়ে দ্রুত ওই এলাকায় যান পরিবেশকর্মীরা। তাঁরা বলেন, অলিভ রিডলেটি উদ্ধারের পরেই আমরা বনদপ্তরের খবর দিই। এরপর বনকর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। বনদপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, বিভিন্ন কারণে দিকভ্রান্ত হয়ে সামুদ্রিক এই প্রাণী সমুদ্র থেকে নদীতে চলে আসছে। কিন্তু দীর্ঘক্ষণ মিঠে জলে থাকলে এই কচ্ছপগুলির শারীরিক সমস্যা তৈরি হয়। সেই কারণে এমন ঘটনায় আমরা দ্রুত এদের পুর্নবাসনের ব্যবস্থা করি। এই কচ্ছপটিকেও আমরা পর্যবেক্ষণে রাখার পর দ্রুত সমুদ্রে পুনর্বাসনের ব্যবস্থা করব। এই প্রসঙ্গে এক বন্যপ্রাণ সংরক্ষণকারী জানান, উপকূলের ক্ষয়, সমুদ্রতটে প্রচুর হোটেল, রিসর্ট তৈরি করা এবং কৃত্রিম আলোর ব্যবহার সহ জলবায়ু পরিবর্তনই মূল কারণ। সামুদ্রিক কচ্ছপগুলি ডিম পাড়ার জায়গা খুঁজে পাচ্ছে না। ডিম পাড়ার জায়গার খোঁজে তাই নদীতে চলে আসছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)