• শিক্ষাদপ্তরের নির্দেশ, মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও একবার এনরোলমেন্টের সুযোগ পর্ষদের
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকার তথা শিক্ষাদপ্তরের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন করে এনরোলমেন্টের সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলের গাফিলতিতে যে ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট এখনও হয়নি, তাদের জন্য পর্ষদের পোর্টাল ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত খোলা হবে। স্কুলের মাধ্যমেই এই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থ সবসময় অগ্রাধিকার পায়। সেই কারণে এই ব্যবস্থা। ভবিষ্যতে স্কুলগুলি যেন এরকম ভুল না করে, সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এনরোলমেন্ট না হলে অ্যাডমিট কার্ড পাবে না পরীক্ষার্থীরা।তবে, এনরোলমেন্টের জন্য পর্ষদ নির্দিষ্ট কিছু শর্তও দিয়েছে। যাদের এবার এনরোলমেন্টের সুযোগ দেওয়া হবে, তাদের নবম এবং দশম শ্রেণিতে হাজিরা অন্তত ৭০ শতাংশ থাকতেই হবে। এছাড়া, মাধ্যমিকের জন্য সিলেকশন টেস্ট পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তার পাশাপাশি লেট ফি এবং ফাইনও দিতে বাধ্য থাকবে তারা। তবে ছাড় পাবে না গাফিলতি করা স্কুলগুলি। তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে পদক্ষেপ করবে পর্ষদ। এ প্রসঙ্গে পর্ষদের এক কর্তা বলেন, ‘এর আগে এ ধরনের স্কুলগুলিকে ছাত্রপিছু পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছিল। তাতেও অনেক স্কুলের হুঁশ ফেরেনি। সর্বত্র অ্যাডমিট কার্ড চলে গিয়েছে। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও একেবারে পরীক্ষার আগের মুহূর্তে তাদের এনরোলমেন্টের কথা মনে হয়েছে। বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রতি বছর এই ধরনের কিছু গাফিলতির কারণে গোটা পরীক্ষা পরিচালন ব্যবস্থাই চ্যালেঞ্জের মুখে পড়ে। অন্য স্কুল বা ছাত্রছাত্রীদের স্বার্থ কিছু ফাঁকিবাজের জন্য বিঘ্নিত হতে দেওয়া যাবে না।’
  • Link to this news (বর্তমান)