সুন্দরবনের চতুর্থ বার্ড ফেস্টিভ্যালে হাজির আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের পক্ষীপ্রেমীরা, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিনবছর পর আবার বিদেশের পাখিপ্রেমীরা সুন্দরবনে এলেন ছবি তুলতে । শুক্রবার সূচনা হয়েছে চতুর্থ পাখি উৎসবের। ২৭ তারিখ পর্যন্ত তা চলবে। এই ক’দিন পাখিপ্রেমীরা বাদাবনের আনাচ কানাচে গিয়ে ছবি তুলবেন। যা দেখে পর্যালোচনা করবেন সুন্দরবন টাইগার রিজার্ভের আধিকারিকরা। এবার বার্ড ফেস্টিভ্যালে উপস্থিত নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের দুই পাখিপ্রেমী। এর আগে প্রথম পাখি উৎসবে নিউজিল্যান্ড থেকে এসেছিলেন একজন। তারপর বিদেশ থেকে আর কেউ আসেননি। দুই বিদেশী জানান, সুন্দরবনের নিয়ে তাঁরা ইন্টারনেটে পড়েছিলেন। এর আগে বহু জঙ্গল ঘুরেছেন। কিন্তু সুন্দরবন আসা হয়নি। তাই টাইগার রিজার্ভের আমন্ত্রণপত্র দেখার পর আসার আগ্রহ তৈরি হয়। টাইগার রিজার্ভ সূত্রে খবর, পাখিদের ছবি তুলতে কারা ইচ্ছুক তাঁদের নাম চাওয়া হয়েছিল। দেশ ও বিদেশের অনেকে আগ্রহ দেখান। আবেদন করেন। তাঁদের ছ’টি দলে ভাগ করা হয়েছে। প্রতি দলে আছে চারজন করে। মহিলাদের নিয়ে একটি আলাদা দল গঠিত হয়েছে। দলগুলিতে একজন করে বনকর্মী থাকবেন অংশগ্রহণকারীদের গাইড করার জন্য। কোথায় গেলে ভালো, কোন অংশে পাখিদের ভালো করে ওয়াচ করা যাবে প্রভৃতি বিষয়ে পরামর্শ দেবেন বনকর্মীরা। শুক্রবার অংশগ্রহণকারীরা সজনেখালি বিট কমপ্লেক্সে মিলিত হয়েছিলেন। সেখানে পাখি উৎসব নিয়ে যাবতীয় তথ্য তাঁদের দেওয়া হয়। তারপর রাতে আলাদা আলাদা নৌকায় দলগুলিকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার থেকে ২৭ তারিখ সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় পাখির ছবি তুলবেন তাঁরা। ওইদিন বিকেলে সজনেখালি ফিরে আসার কথা। টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে এ রাজ্য ছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে আসা মানুষ আছে। সবার মধ্যে ব্যাপক উৎসাহ। ছবি তোলার খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁদের। অংশগ্রহণকারীরা ছবি জমা দেবেন টাইগার রিজার্ভের কাছে। সেগুলি পর্যালোচনা করে দেখা হবে কোথায় কোন পাখি কত সংখ্যায় এসেছে। পরে তা রিপোর্ট আকারে প্রকাশ হবে।-নিজস্ব চিত্র