• ডিজিটাল অ্যারেস্টে ৯০ লক্ষ খোয়ালেন নিউটাউনের বৃদ্ধ
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের ডিজিটাল অ্যারেস্ট! এবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৯০ লক্ষ টাকা খোয়ালেন নিউটাউনের এক বৃদ্ধ। শুক্রবার এ ব্যাপারে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত বৃদ্ধের বয়স ৭০ বছর। টেকনো সিটি থানার অধীনে তিনি নিউটাউনের একটি আবাসনে থাকেন। তাঁর কাছে আচমকা একটি ফোন এসেছিল। টেলিকম সংস্থার প্রতিনিধি সেজে প্রতারকরা তাঁকে ফোন করেন। তাঁর মোবাইল থেকে বেআইনি কাজকর্মের অভিযোগ তোলা হয়।তারপর আইপিএস অফিসার সেজে দ্বিতীয়বার ফোন করে প্রতারকরা। তখন তাঁকে বলা হয়, মানি লন্ডারিং কেসে তাঁর নাম জড়িত। সুপ্রিম কোর্টের নাম করে ভুয়ো অর্ডার কপি দেখিয়ে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। এরপরই প্রতারকদের কথা মতো তিনি কয়েক দফায় ৮৯ লক্ষ ৮২ হাজার টাকা অর্থাৎ, প্রায় ৯০ লক্ষ টাকা দিয়ে ফেলেন। পরে বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের কথায়, এ ব্যাপারে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। তারপরেও বহু মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন। অথচ, বাস্তবে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও অ্যারেস্টই নেই! তাই এই ধরনের ফোন এলে সতর্ক থাকুন। তা না হলেই বিপদ ঘটবে।
  • Link to this news (বর্তমান)