নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়েদের স্বাধীনভাবে বড় হয়ে ওঠার উপযুক্ত পরিবেশ সুনিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর। শনিবার জাতীয় কন্যাশিশু দিবসে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বাংলার মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ স্থান অর্জন করছে। আন্তর্জাতিক স্তরেও তাঁরা যথেষ্ট সফল। মেয়েদের নির্ভয়ে শিক্ষা গ্রহণ এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পরিবেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র একদিনের জন্য কন্যাশিশু দিবস পালন নয়, সারা বছর ধরেই বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তাঁদের উন্নয়ন নিশ্চিত করে তাঁর সরকার। এক্ষেত্রে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, তরুণের স্বপ্ন, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।